বাংলাদেশের অসাস্প্রদায়িক পথচলা বাধাগ্রস্ত করলে জনগণ প্রতিহত করবে: খাদ্যমন্ত্রী
-2023-10-23-23-41-34.jpg)
বাংলাদেশের অসাস্প্রদায়িক পথচলা কেউ বাধাগ্রস্ত করলে দেশের জনগণ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সোমবার (২৩ অক্টোবর) সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর বারোয়ারী দুর্গা মন্দির প্রাঙ্গণে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘হামুন’: চার বন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত
সাধন চন্দ্র মজুমদার বলেন, এ বছর সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হচ্ছে। সব ধর্মের মানুষ ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উপভোগ করছেন। আশা করি আগামীকাল দশমীর দিনে বিসর্জনের মধ্যে দিয়ে এই পূজা অর্চনা শেষ হবে।
খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাস্প্রদায়িক দেশ। এখানে সাস্প্রদায়িকতার স্থান নেই। বঙ্গবন্ধু সংবিধানে অসাস্প্রদায়িক দেশের কথা বলেছেন এবং এই চেতনা বুকে ধারণ করে আমরা মুক্তিযুদ্ধ করেছি। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সংবিধান মেনে অসাস্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলেছেন। সংবিধান অনুযায়ীই এদেশে সকল মানুষ মিলেমিশে থাকব। এ সময় আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখা আহ্বান জানান তিনি।
পরে মন্ত্রী শিবপুর বারোয়ারী দুর্গা মন্দিরে আগত গরিব মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
আরপি/এসআর-২৬
বিষয়: খাদ্যমন্ত্রী দুর্গাপূজা আওয়ামী লীগ
আপনার মূল্যবান মতামত দিন: