রাণীনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
নওগাঁর রাণীনগরে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মন্টু বেপারীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মন্টু বেপারী উপজেলার পারইল গ্রামের মৃত খয়বর ব্যাপারীর ছেলে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালের দিকে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: রাজশাহীসহ বিভিন্ন জায়গায় ভারি বর্ষণের আভাস
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গত ২০১৬ সালের একটি মাদক মামলায় মন্টু বেপারীর এক বছরের সাজা দেয় আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় এবং শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরপি/এসআর-২৪
বিষয়: গ্রেফতার
আপনার মূল্যবান মতামত দিন: