পত্নীতলায় জেলা প্রশাসকের মতবিনিময়
নওগাঁ জেলার নবাগত জেলা প্রশাসক গোলাম মওলা জেলার বিভিন্ন উপজেলায় মতবিনিময় সভার ধারাবাহিতায় মঙ্গলবার পত্নীতলা উপজেলায় মতবিনিময় করেছেন। জেলা প্রশাসকের আগমনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ সমন্বয়ে প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আরও পড়ুন: বাংলাদেশ এখন আর ঋণ নির্ভর নয়, ঋণ দাতা দেশ: মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী
উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পত্নীতলায় নওগাঁর নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
এ দেশের নাগরিক হিসাবে জনগণ কি চায়? জনগণ কি পায়? জনগণ কি চেয়ে পায় না ! এ সকল বিষয় গুলো আপনারা যাতে স্বাচ্ছন্দে তুলে ধরতে পারেন, প্রকাশ করতে পারেন এবং আমি যেন আপনাদের কাছে তথ্যগুলো সঠিকভাবে পাই সে জন্যই আজকের এই মতবিনিময় সভা। মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ,উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তারা, সাংবাদিক, সুশীল সমাজ ও সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-২০
বিষয়: মতবিনিময়
আপনার মূল্যবান মতামত দিন: