রাজশাহী সোমবার, ৪ঠা নভেম্বর ২০২৪, ২০শে কার্তিক ১৪৩১


পত্নীতলায় শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২৩ ২২:৩২

আপডেট:
৪ নভেম্বর ২০২৪ ০১:২৭

ছবি: কর্মশালা

নওগাঁর পত্নীতলায় শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের (সিআইবি) সৌজন্যে ও উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা সদরের নজিপুর লুথারেন মিশনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণ কর্মশালার শিশুদের সাংবাদিকতা বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়।

আরও পড়ুন: ‘ইউনূসকে নিয়ে বিশ্বনেতাদের খোলা চিঠিতে সরকার চাপে নেই’

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রেসক্লাবের সদ্য বিলুপ্ত কমিটির সাবেক সাধারন সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পত্নীতলা সভাপতি রবিউল ইসলাম। প্রশিক্ষণে সহায়ক হিসেবে ছিলেন সমাজ উন্নয়ন কর্মী ও নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক রক্তের ফেরিওয়ালা খ্যাত এ জেড মিজান।

প্রশিক্ষণ কর্মশালায় শিশুদের সাংবাদিকতা বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়। এ জেড মিযান তার বক্তব্যে বলেন, প্রশিক্ষণ নিয়ে তোমরা শিশুদের অধিকার, সমস্যা, সম্ভাবনা ও বঞ্ছনার কথা তুলে ধরবে। তোমাদের মধ্যে যে প্রতিভা আছে, তার বিকাশ ও শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে হবে। প্রশিক্ষণ পেয়ে তোমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে।

প্রশিক্ষণে অর্থায়ন প্রতিষ্ঠান ও আয়োজক প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top