মাদক সেবনের দায়ে যুবকের ১১ মাসের কারাদণ্ড

নওগাঁর রাণীনগরে নাহিদ পারভেজ (২৮) নামে এক মাদক সেবিকে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে তিন হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এই কারাদণ্ড প্রদান করেন।
দন্ডিত নাহিদ উপজেলার চক কুতুব গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
আরও পড়ুন: যৌন নির্যাতনের প্রতিশোধ নিতেই খুন হন আ.লীগ নেতা সাইফুদ্দিন
জানা যায়, দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে মাতলামিসহ পরিবারের উপর নানা অত্যাচার করে আসছিল নাহিদ। পরিবারের এমন অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে নাহিদকে আটক করা হয়। এসময় আদালতে নিয়মিত মাদক সেবনের কথা স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ১১ মাসের কারাদণ্ড এবং একই সাথে তিন হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ভ্রাম্যমান আদালতে দন্ডিত নাহিদকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরপি/এসআর-০৮
বিষয়: কারাদণ্ড
আপনার মূল্যবান মতামত দিন: