রাজশাহী বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ অফিসার পত্নীতলা থানার রমজান আলী


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২৩ ২০:৪৬

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৬:৪৩

ছবি: রাজশাহী পোস্ট

রাজশাহী রেঞ্জের জুলাাই মাসের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন নওগাঁ জেলার পত্নীতলা থানার মো: রমজান আলী।

বৃহস্পতিবার ( ১৭ আগষ্ট ) সকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানের কাছ থেকে পুরুষ্কার গ্রহণ করেন তিনি।

এবিষয়ে এএসআই রমজান আলী বলেন, মাননীয় পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক, নওগাঁ জেলা মহোদয়ের সু—পরিকল্পিত দিক নির্দেশনায় এবং পত্নীতলা সার্কেল জনাব মো: আব্দুল মুমীন, অতিরিক্ত পুলিশ সুপার স্যারের তদারিকি, সুপরামর্শে এবং পত্নীতলা থানার সু—যোগ্য অফিসার ইনচার্জ জনাব পলাশ চন্দ্র দেব এর নেতৃত্বে এবং ইন্সপেক্টর তদন্ত অর্পন কুমার দাস সহ পত্নীতলা থানার সকল অফিসার, ফোর্স ও পত্নীতলাবাসীর সহায়তায় ভালো কাজ করার স্বীকৃতি স্বরুপ মাননীয় ডিআইজি রাজশাহী রেঞ্জের অভিভাবক ডিআইজি মো: আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম ( বার) মহোদয় আমাকে রাজশাহী রেঞ্জের জুলাই মাসের শ্রেষ্ঠ ফফিসার নির্বাচিত করে সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করেন। আলহামদুলিল্লাহ, পত্নীতলা থানায় দীর্ঘ্য সময় কর্মরত থাকায় বড় প্রাপ্তি। আমি সকলের কাছে দোয়া চাই সরকারের দেওয়া জনগণের উপর অর্পিত দায়িত্ব যেন আমি নিষ্ঠার সাথে পালন করতে পারি।

 

 

আরপি/এসআর-১৩


বিষয়: পুলিশ


আপনার মূল্যবান মতামত দিন:

Top