রাজশাহী শনিবার, ৭ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


সাবেক এমপি ইসরাফিল আলমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত


প্রকাশিত:
২৭ জুলাই ২০২৩ ২৩:৩৮

আপডেট:
৭ ডিসেম্বর ২০২৪ ২৩:৫১

ছবি: রাজশাহী পোস্ট

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাবেক এমপি ইসরাফিল আলমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে ইসরাফিল আলমের জন্মভূমি রাণীনগর উপজেলার ঝিনা গ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

ইসরাফিল আলমের সহধর্মিনী নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুলতানা পারভিন বিউটির উদ্দ্যোগে এদিন দুপুরে ইসরাফিল আলমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর এমপি ইসরাফিল আলমের কবর জিয়ারত করা হয়। এ সময় উপজেলা ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

উল্লেখ্য, এমপি ইসরাফিল আলম ২০২০ সালের ২৭ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top