নওগাঁয় আইনগত সহায়তা দিবস পালিত

নওগাঁয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল নয়টায় জেলা জজ আদালতের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মো. আবু শামীম আজাদ।
এ সময় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি আদালত প্রাঙ্গণ থেকে জেলখানা পর্যন্ত গিয়ে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর আলোচনা সভায় দিবসটির গুরুত্ব বিষয়ে আলোচনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার, পুলিশ সুপার মো. রাশেদুজ্জামান, অতিরিক্ত জেলা জজ মো. ফেরদৌস ওয়াহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম জাকির হোসেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলাম, আইনজীবী সমিতির সভাপতি খোদাদাদ খান, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা কুদরত ই খোদা।
উপকার ভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মো. এস্তেফা আলি ও মমিনুল ইসলাম। এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাদাকাত মাহমুদ ও সহকারী জজ আফসান ইলাহি মিলা।
আরপি/আআ
বিষয়: নওগাঁ আইনগত সহায়তা দিবস
আপনার মূল্যবান মতামত দিন: