রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


প্রায় ২০ কোটি টাকার কষ্টি পাথরের পাঠাতন উদ্ধার


প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২৩ ১৮:০৯

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৭:০৬

ছবি: রাজশাহী পোস্ট

নওগাঁর রাণীনগরে বাড়ীর ভিত খননের সময় মাটির নিচ থেকে প্রায় ২০কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ রাখার একটি কথিত কষ্টি পাথরের পাঠাতন উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার ভান্ডারগ্রাম রামজীবনপুর গ্রাম থেকে এই পাঠাতন উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, উপজেলার পারইল ইউনিয়নের ভান্ডারগ্রাম রামজীবনপুর গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে শাহিন আলম বাড়ী নির্মানের জন্য ভিত খনন করছিলেন। এসময় মাটির নিচ থেকে একটি ধুসর রঙ্গের কথিত কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ রাখার গোলাকৃতি পাঠাতন দেখতে পায়।

এ ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে শুক্রবার দুপুরে পাঠাতনটি উদ্ধার করে নিয়ে আসে। পাঠাতনের পরিধি ১৭ ইঞ্চি, উচ্চতা ৬.৫ ইঞ্চি, ব্যাস ১৭ ইঞ্চি, ওজন ৬৪ কেজি। এই পাঠাতনের মূল্য প্রায় ২০কোটি টাকা হবে ধারনা করে তিনি আরো বলেন, এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পাঠাতনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে। 

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top