রাজশাহী মঙ্গলবার, ২৮শে মার্চ ২০২৩, ১৪ই চৈত্র ১৪২৯


বড়গাছা ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশিত:
১৬ মার্চ ২০২৩ ২১:৩৮

আপডেট:
২৮ মার্চ ২০২৩ ০৩:০৫

ছবি: রাজশাহী পোস্ট

নওগাঁর রাণীনগরের বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে পারইল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বড়গাছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আহাদ আলী শেখ বাবুকে সভাপতি এবং আব্দুল মতিন মাস্টারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।

বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী রবীন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান।

অনুষ্ঠানে প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, বিশেষ অতিথি নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক হাসানূর আল-মামুন, উদ্বোধক হিসেবে এমপি আনোয়ার হোসেন হেলাল উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আহাদ আলী শেখ বাবুকে সভাপতি ও আব্দুল মতিন মাস্টারকে সাধারণ সম্পাদক করে বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়। 

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top