রাজশাহী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৫শে অগ্রহায়ণ ১৪৩১


রাণীনগরে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৩৯

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ২০:৩১

রাণীনগরে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর রাণীনগরে অভিযানে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ঘাটাগন গ্রামের মৃত ববি কৃষরের ছেলে নরেশ চন্দ্র রবিদাস (৩০), উত্তর রাজাপুর গ্রামের মৃত আয়ুব আলী সাকিদারের ছেলে ফিরোজ সাকিদার (৬১), কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) ও একই গ্রামের মোহাম্মদ কফিল উদ্দিনের ছেলে আবেদ (২৬)।

বিষয়টি নিশ্চিত করেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, মাদক কারবারীদের ধরতে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। নরেশ চন্দ্র রবিদাসের বাড়ি থেকে ৫০গ্রাম আর সাকিদার, আব্দুর রাজ্জাক ও আবেদের কাছ থেকে ৪০গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়।

ওসি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top