রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


সনদ জালের অভিযোগ, চাকরি ছেড়ে দিলেন শিক্ষক


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৫৬

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ০০:২৩

ফাইল ছবি

সনদ জালের অভিযোগ উঠায় অসুস্থতার কথা বলে চাকরি ছেড়ে দিলেন নওগাঁর সাপাহার উপজেলার আব্দুল আলিম নামে এক শিক্ষক।

আব্দুল আলিম জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সাইন্স ডিপ্লোমা পাশের সনদ দিয়ে চাকরি করতেন পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যা আদম ইসলামী উচ্চ বিদ্যালয়ে। তিনি লাইব্রেরী সাইন্স ডিপ্লোমার যে সনদ দিয়ে চাকরি নিয়েছিলেন তা জাল বলে অভিযোগ ওঠার পরেই কৌশলে চাকরিতে ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি।

চাকরি ছাড়া শিক্ষক আব্দুল আলিম নওগাঁ জেলার সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের মো. আব্দুল রশিদের ছেলে।

স্থানীয়, প্রতিষ্ঠান সূত্রে ও কাগজপত্রের আলোকে জানা যায়, আব্দুল আলিম সহকারী শিক্ষক (তথ্যবিজ্ঞান) দীর্ঘদিন ধরে ভাসান্যা আদম ইসলামী উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরি সাইন্স ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমার সনদ ব্যবহার করে চাকরি করে আসছেন। ২০১৫ শিক্ষাবর্ষের পাস করা সনদ দিয়ে ২১ নভেম্বর ২০১৬ সালে যোগদান করেন। এবং সে সনদ দিয়ে তিনি এমপিওভুক্ত হন। তার চাকরি নেওয়া সনদপত্রের রোল নম্বর ১৫০১৫১২, রেজিঃ নম্বর ১৪৬২৬০০১৬১৯ এবং তার জাতীয় পরিচয় পত্র নম্বর ৬৪১৮৬৬৩৫৭৪০৪৫। বিষয়টি জানাজানি হওয়ার পর কৌশলে তিনি অসুস্থতার কথা উল্লেখ করে গত ২৯ ডিসেম্বর ২০২২ তারিখে চাকরিতে ইস্তফাপত্র পাঠিয়ে দেন।

এ বিষয়ে চাকরি ছাড়া শিক্ষক আব্দুল আলিমের মুঠোফোনে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমি মেডিকেলে আছি। এবিষয়ে পরে কথা বলবো বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে ভাসান্যা আদম ইসলামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান খান বলেন, আব্দুল আলিমের ডিপ্লোমা সনদের বিষয়টি আমার জানা ছিল না। আপনার মাধ্যমে জানার পর তাকে প্রশ্ন করলে সে কোনো উত্তর না দিয়ে চাকরিতে ইস্তফাপত্র পাঠিয়ে দেন। আগামী কয়েকদিন পর মিটিং করে সে সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top