রাজশাহী রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৯শে পৌষ ১৪৩২


নওগাঁ পলিটেকনিক ল্যাবে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী আহত


প্রকাশিত:
২ ডিসেম্বর ২০১৯ ০৬:৩৯

আপডেট:
১১ জানুয়ারী ২০২৬ ২১:১৩

ছবি: সংগৃহীত

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ল্যাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় ৭ শিক্ষার্থী আহত হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) বিকেলে ওই প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহতরা হলেন, কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান, রাকিবুল ইসলাম, রাফি আক্তার, শফিকুল ইসলাম শাফি, নিয়ামুল ইসলাম, তৌহিদ শাহরিয়ার ও সাদিকুল ইসলাম শাফি।

পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা যায়, বিকেলে নওগাঁ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলছিল। বিকেল ৫টার দিকে পরীক্ষা চলার সময় রসায়ন ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করার  সময় বিস্ফোরণে ৭ শিক্ষার্থী আহত হন। শিক্ষক-শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নওগাঁ সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ সাইফুল ইসলাম জানান, মোট ৭ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়। এরমধ্যে ৩ জনের অবস্থা গুরুত্ব। যেহেতু আমাদের এখানে বার্ন ইউনিট নেই এজন্য তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। আর বাকীদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top