রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


নওগাঁয় বেড়েছে সরিষা চাষ


প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২২ ০২:৫৬

আপডেট:
২৭ অক্টোবর ২০২২ ০৩:০০

:সরিষা চাষে পুনরায় আগ্রহী হয়ে উঠেছেন: ছবি

নওগাঁ জেলায় ক্রমাগত সরিষা চাষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। মাঝখানে কৃষকরা সরিষা চাষে একেবারেই আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। কিন্তু কয়েক বছর ধরে তারা পুনরায় সরিষা চাষে অধিক মনোনিবেশ আরোপ করছেন। গত ৫ বছরে নওগাঁ জেলায় সরিসা চাষের পরিমাণ বেড়েছে ১৪ হাজার ৪শ ৩০ হেক্টর।

কৃষি বিভাগের উপ-পরিচালক আবু হোসেন জানিয়েছেন, বর্তমানে সরক্রা সরিষা চাষে উৎসাহিত করতে কৃষকদের প্রনোদনা প্রদান, পাশাপাশি বাজারে সরিষার ভালো মূল্য পাওয়া চাষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন উন্নত জাতের উদ্ভাবনের ফলে ফলন বৃদ্ধি পাচ্ছে। তাই পতিত জমিতে মধ্যবর্তী ফসল হিসেবে সরিষা চাষের মাধ্যমে লাভজনক হওয়ার কারনে কৃষকরা সরিষা চাষে পুনরায় আগ্রহী হয়ে উঠেছেন। সরিষা উত্তোলন করেই তাঁরা ঐ জমিতে বোরো চাষ করতে পারছেন।

কৃষি বিভাগের সূত্রমতে চলতি ২০২২-২০২৩ রবি মৌসুমে জেলায় মোট ৪৩ হাজার ৬শ ৯৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। নওগাঁ জেলায় ২০১৮-২০১৯ মওসুমে ২৯ হাজার ২শ ৬৫ হেক্টর জমিতে ২০১৯-২০২০ মওসুমে ৩১ হাজার ১শ ৭৫ হেক্টর জমিতে, ২০২০-২০২১ মওসুমে ৩১ হাজার ৩শ ২০ হেক্টর জমিতে এবং ২০২১-২০২২ মওসুমে ৩৪ হাজার ৭শ ৪৫ হেক্টর জমতে সরিষার চাষ হয়েছিল।

চলতি ২০২২-২০২৩ মওসুমে জেলায় মোট ৪৩ হাজার ৬শ ৯৫ হেক্টর জমিতে সরিষা অবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। উপজেলাভিত্তিক ধার্য়কৃত লক্ষ্যমাত্রার পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২ হাজার ৩শ ১০ হেক্টর, রানীনগর উপজেলায় ৩ হাজার ৫শ ৯০ হেক্টর, আত্রাই উপজেলায় ৩ হাজার ১শ ২৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ১ হাজার ২শ ৫০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ২ হাজার ৩শ ৮ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৬ হজার ৪শ ৫০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৩ হাজার ২শ ৩৫ হেক্টর, সাপাহার উপজেলায় ৪ হাজার ৫শ ১০ হেক্টর, পোরশা উপজেলায় ৪ হাজার ৪শ ৭০ হেক্টর, মান্দা উপজেলায় ৬ হাজার ৩শ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৬ হাজার ৭৫ হেক্টর। উল্লেখিত পরিমাণ জমি থেকে ৬৭ হাজার ৪শ ৫ মিট্রেক টন সরিষা উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা।

নওগাঁ জেলায় বর্তমানে কৃষকরা উন্নত জাতের বারী-১৪, বারী-১৫, বারী-১৭, বারী-১৮, বিনা-৪, বিনা-৭, বিনা-৯ এবং টরি-৭ জাতের সরিষার আবাদ করছেন।

আরপি/ এসএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top