রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত


প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২২ ০৩:১৭

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৯:৩১

নওগাঁয় জাতীয় স্যনিটেশন মাস অক্টোবর-২০২২ ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নওগাঁ যৌথ আয়োজনে মঙ্গলবার দুপুর ১ টায় পুরাতন কালেক্টরেট ভবন চত্বরে "বর্জয়ের পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যনিটেশন" শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

আলোচনাসভায় অন্যানের মধ্যেবক্তব্য রাখেন জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: মাহমুদ আলম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন।

শুরুতেই হাত ধোয়ার কৌশল প্রদর্শন করেন ব্র্যাক প্রতিনিধি ইশতিয়াক হোসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন, জেলা শিক্ষা মো: লুৎফর রহমানসহ বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।

আরপি/ এসএডি-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top