রাজশাহী বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


মান্দায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু


প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২২ ০৩:০৭

আপডেট:
২৬ অক্টোবর ২০২২ ০৩:১৮

প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় ডোবার পানিতে ডুবে মোরছালিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মোরছালিন ওই গ্রামের মোস্তফা কামালের ছেলে।

শিশুর বাবা মোস্তফা কামাল জানান, সকালে খেলতে গিয়ে সবার অগোচরে ছেলে মোরছালিন বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। বেশ কিছুক্ষণ ধরে তাকে না পাওয়ায় আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি করা হয়। পরে সন্দেহের বশে পুকুরে তল্লাশী চালিয়ে মোরছালিনের লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।

এ প্রসঙ্গে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় শিশু মোরছালিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরপি/ এসএডি-1



আপনার মূল্যবান মতামত দিন:

Top