রাজশাহী মঙ্গলবার, ১লা এপ্রিল ২০২৫, ১৯শে চৈত্র ১৪৩১


মান্দায় বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২২ ০৩:২৮

আপডেট:
১ এপ্রিল ২০২৫ ১৪:৩৮

ফাইল ছবি

ফাইল ছবি

নওগাঁর মান্দা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। এদিন উপজেলার ১৫২ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টার সময় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা বীর সন্তানদের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহাবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী এনায়েত হোসেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফছার আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা খোদা বক্স সহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

এছাড়াও মৃত বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার ১১৩ জনের মাঝেও ডিজিটাল মুক্তিযোদ্ধা সনদ বিতরণ করা হয়েছে।

আরপি/ এসএইচ 07



আপনার মূল্যবান মতামত দিন:

Top