রাজশাহী সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১


রাণীনগরে হেরোইনসহ দুইজন আটক


প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২২ ০৪:৩৬

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:৩১

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে উপজেলার শিম্বা গ্রামের জামাল মন্ডলের ছেলে হযরত মন্ডল (২৮) ও একই গ্রামের কাশেম আলী ফকিরের ছেলে নুরুল ইসলাম ওরফে নান্টু (৫৩) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে দেড় গ্রাম হেরোইনসহ আটক করেছে।

এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,শনিবার বিকেলে মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে উপজেলার সদর ইউনিয়নের হাতিরপুল এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জামাল মন্ডল ও নুরুল ইসলাম ওরফে নান্টুকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেড় গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

আরপি/ এসএডি-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top