রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


মান্দায় অফিসার্স ক্লাব জিমনেসিয়াম হলরুমের উদ্বোধন


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২২ ০৪:২২

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:০০

নওগাঁর মান্দায় অফিসার্স ক্লাব জিমনেসিয়াম হলরুমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এনডিসি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে জিমনোসিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ, উপজেলা প্রকৌশলী শাইদুল ইসলাম মিঞা, বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম প্রমূখ।

জানা গেছে, প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে অফিসার্স ক্লাব জিমনেসিয়াম হল রুম নির্মাণ করা হয়।

আরপি/. এসএডি-03



আপনার মূল্যবান মতামত দিন:

Top