রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


আত্রাইয়ে মাদকদ্রব্যসহ যুবক আটক


প্রকাশিত:
৫ অক্টোবর ২০২২ ০৪:৪১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৪১

সংগৃহিত

নওগাঁর আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে সেলিম হোসেন (৩৮) নামে এক যুবককে আটক করেছে। আটককালে তার নিকট থেকে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আটক সেলিম উপজেলার হাতিয়া পাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে।

আত্রাই থানার ওসি জানায়, আটককৃত সেলিম উপজেলার হাতিয়া পাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে।  

থানাপুলিশ জানায়,মঙ্গলবার খুব সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, এসময় সেলিম হোসেনকে নিজ বাড়ী থেকে আটকসহ বাড়ী তল্লাশী করে দুই বোতল ফেন্সিডিল এবং ১০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এঘটনায় আটক সেলিমের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ।

আরপি/ এসএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top