রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


আত্রাইয়ে পেঁয়াজ-মাসকালাইয়ের উৎপাদন বৃদ্ধিতে সার-বীজ বিতরণ


প্রকাশিত:
৫ অক্টোবর ২০২২ ০৩:২৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৮:০১

নওগাঁর জেলার আত্রাইয়ে গ্যীষ্মকালীন প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ ও মাসকালাই আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা এগারো টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ষাট জন কৃষকের মাঝে পেঁয়াজ ও বিশ জন কৃষকের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ-ইকতেখারুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।

এছাড়াও এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাওছার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,সাহাগোলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোছাঃ নওজেস আরা, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন টগর,উপ-সহকারী কৃষি কমকর্তা মোঃ কেরামত আলী, উপ-সহকারী কৃষি কমর্কতা মোঃ আবুল কালাম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

আরপি/ এসএডি-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top