নওগাঁয় মাদকসহ দুইজন আটক

নওগাঁর রাণীনগর থানা পুলিশ ও জেলা শাখা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ দুই জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,শুক্রবার রাতে উপজেলার পারইল এলাকায় অভিযান চালিয়ে পারইল বাজার থেকে ৬২গ্রাম গাঁজাসহ সোহেল রানা (২৮) নামে একজনকে আটক করা হয়েছে।
আটক সোহেল ওই গ্রামের এমরান আলীর ছেলে। এছাড়া একই রাতে নওগাঁ জেলা শাখা গোয়েন্দা পুলিশ(ডিবি) উপজেলার ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের সেলিম সরদারের স্ত্রী সিমা বিবি(২৩)কে একগ্রাম হেরোইনসহ আটক করেছে।
রাতেই ডিবি’র পক্ষ থেকে থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
আরপি/ এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: