রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


নওগাঁয় সেনাবাহিনীর নির্মিত আবাসন প্রকল্প হস্তান্তর


প্রকাশিত:
২১ আগস্ট ২০২২ ০৫:২৭

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১১:৫১

ফাইল ছবি

নওগাঁর বদলগাছী উপজেলায় সেনাবাহিনীর নির্মাণ করা ৮০টি বাড়ি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার নোহেলা কাস্টগাড়িতে আশ্রয়ন প্রকল্পে স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে বাড়িগুলো হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর ১৭ ইস্টবেঙ্গল ১১ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন রাফিদ আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল্পনা ইয়াসমিনের কাছে আবাসন প্রকল্পটি হস্তান্তর করেন।

সেনাবাহিনীর বগুড়া ১১ পদাতিক ডিভিশনের তত্বাবধানে আশ্রয়ণ প্রকল্পের আওতায় বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। ১৬টি ব্যারাকে ৮০টি বাড়ি নির্মাণ করা হয়। এ আশ্রয়ণ প্রকল্পে সুপেয় পানিসহ অনান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে।

এই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল্পনা ইয়াসমিন। এ সময় সেনা সদস্য, স্থানীয় চেয়ারম্যান ও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

আরপি/ এসএইচ ১১

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top