রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


সাপাহার প্রেসক্লাবের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২২ ০৩:০৪

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৯:৩৩

সাপাহার প্রেসক্লাবের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

"বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আমাদের অঙ্গীকার" এই স্লো'গানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সাপাহার প্রেসক্লাবের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী সাপাহার প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রেসক্লাবের সামনে হতে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লূনা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রওশানুল হক মানিক।

এসময় সাপাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান সহ সাপাহার প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮৭ সালে মাওলানা আবু বক্কর ছিদ্দিক স্থানীয় ভাবে সাপাহার প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:

Top