ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৩
-2022-07-21-22-04-20.jpg)
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে নওগাঁর রাণীনগর থানা পুলিশ। বুধবার (২০ জুলাই) গভীর রাতে উপজেলার ভাটকৈ বাজার থেকে তাদেরকে আটক করা হয়। এঘটনায় বৃহস্পতিবার (২১ জুলাই) তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বুধবার গভীর রাতে উপজেলার বড়গাছা এলাকায় থানাপুলিশের টহল চলছিল।
এসময় একটি সিএনজি (অটোরিক্সা) ভাটকৈ বাজার এলাকায় পৌছলে পুলিশ অটোরিক্সা থামিয়ে তল্লাশী করে।
এসময় অটোরিক্সার যাত্রীদের তল্লাশীকালে তাদের নিকট থেকে একটি বোল্ডকাটার, একটি হাসুয়া, একটি কাঁচি ও একটি লোহার চেইন উদ্ধার করা হয়।
এসয় উপজেলার শফিকপুর গ্রামের মৃত মীরবক্সের ছেলে আব্দুস সালাম ধলু (৫৬), তার ভাই হাফিজুর রহমান (৪৮) ও আত্রাই উপজেলার হিসাবদিনগর গ্রামের সুবেশ সরকারের ছেলে ধীরু সরকার (৪০) আটক করে।
কর্মকর্তা আরো জানান,আকটকৃতরা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছিল। কিন্তু পথি মধ্যে পুলিশ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরপি/ এমএএইচ-১২
আপনার মূল্যবান মতামত দিন: