রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


নওগাঁয় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের কার্যক্রম শুরু


প্রকাশিত:
৪ জুলাই ২০২২ ০৪:৪৮

আপডেট:
৪ জুলাই ২০২২ ০৪:৫৪

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আনুষ্ঠানিক ভাবে দূর্নীতি দমন সমন্বিত জেলা কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। স্থাপিত দূর্নীতি দমন কমিশনের সমন্বিত এই কার্যালয় নওগাঁ ও জয়পুরহাট জেলায় কার্যক্রম পরিচালনা করবে সংস্থাটি।

রবিবার সকাল ১০ টায় শহরের চকপাথুরিয়া এলাকায় কমিশনের অফিস চত্বরে জাতীয় পতাকা, দূর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন দূর্নীতি দমন কমিশনের মহা-পরিচালক ( প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদ।

পরে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,দূর্নীতি দমন কমিশন রাজশাহীর পরিচালক  কামরুল আহসান, নওগাঁর ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহি উদ্দিন জাহাঙ্গীরসহ জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন ।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top