রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


মহাদেবপুরে ৭০ কেজি ওজনের কষ্টি পাথরের ব্রহ্ম মূর্তি উদ্ধার


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২২ ০২:৫৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:০৯

ছবি: ব্রহ্ম মূর্তি

এনএসআই ও মহাদেবপুর থানা পুলিশ এর যৌথ অভিযানে নওগাঁর মহাদেবপুর উপজেলার সুলতানপুর দক্ষিণ পাল পাড়ার গণেশ পালের বাড়ি হতে আনুমানিক ৭০ কেজি ওজনের কষ্টি পাথরের ০১ টি ব্রহ্ম মূর্তি উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ এপ্রিল ) দুপুর ১ টায় জেলা এনএসআই ও মহাদেবপুর থানা পুলিশের যৌথ অভিযানে নওগাঁর মহাদেবপুর উপজেলার সুলতানপুর দক্ষিণ পাল পাড়ার গণেশ পালের বাড়ি হতে আনুমানিক ৭০ কেজি ওজনের কষ্টি পাথরের ১ টি ব্রহ্ম মূর্তি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা।

এসময় মূর্তি পাচার চক্রের তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলো মহাদেরপুর উপজেলার বোবাতোর গ্রামের মৃত সম্ভু চন্দ্র আচার্যের ছেলে সুমন আচার্য (৩০), সুলতানপুর গ্রামের মৃত বিষ্ণ প্রাংয়ের ছেলে শ্রী মনি মন্ডল (২৫) ও তাতারপুর সরদারপাড়া গ্রামের প্রকাশ চন্দ্র সরকারের ছেলে রকি সরকার। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top