মহাদেবপুরে মহাসড়ক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভীমপুর খামারবাড়ি মোড় থেকে অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে আট টায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ। তিনি বলেন, মৃত ব্যক্তিকে ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। রাতে কোনো যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহের পরিচয় শনাক্ত হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নাহলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
আরপি/এসআর-০৫
বিষয়: মহাদেবপুর লাশ উদ্ধার
আপনার মূল্যবান মতামত দিন: