রাজশাহী শনিবার, ২৫শে জানুয়ারী ২০২৫, ১২ই মাঘ ১৪৩১


রাণীনগরে ভোটার দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
৩ মার্চ ২০২২ ০৩:৪৭

আপডেট:
২৫ জানুয়ারী ২০২৫ ০২:৫৭

ছবি: র‌্যালী

নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাচন কমিশন ও উপজেলা প্রসাশনের আয়োজনে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। এলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ফেস্টুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করা হয়। এরপর নির্বাচন কমিশন অফিসের সামনে থেকে এক বর্ণ্যাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে নতুন ভোটার করনের উদ্বোধন করা হয়।

এরপর উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

অন্যদের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এ্যাড: ইসমাইল হোসেন, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, খট্রেম্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মমিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসানসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top