রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


মাদ্রাসার টয়লেটে মিললো ১০৬ সেট বই


প্রকাশিত:
৩ মার্চ ২০২২ ০৩:৪২

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০১:৩১

ছবি: সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে বিনোদপুর দাখিল মাদরাসার টয়লেটের ছাদ থেকে ২০২২ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির ১০৬ সেট নতুন পাঠ্যবই উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে এসব বই উদ্ধার করে মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান।

জানা যায়, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের সরকারি বই বিক্রয়ের উদ্দেশ্যে লুকিয়ে রাখার বিষয়ে এনএসআই এর মাধ্যমে জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপারভাইজারকে ওই মাদরাসা পরিদর্শনের নির্দেশ দেন। এ সময় তারা বইগুলো জব্দ করেন।

ইউএনও মিজানুর রহমান মিলন জানান, সরকারি পাঠ্যপুস্তক অসৎ উদ্দেশ্যে মজুত রাখার দায়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top