রাণীনগরে পুলিশের অভিযানে গ্রেফতার চার
-2022-02-11-23-28-06.jpg)
ছবি: গ্রেফতারকৃত আসামীরা
নওগাঁর রাণীনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ওই ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান, বৃহস্পতিবার রাতে বিভিন্ন মামলার ওয়ান্টেভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে মাঠে নামে থানাপুলিশ। এসময় উপজেলার বিষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের বাবু প্রামানিকের ছেলে শাহিন প্রামানিক (৩০) কে গ্রেফতার করা হয়।
এছাড়া একই রাতে উপজেলার কিসমত হরপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের তাজিম উদ্দীনের ছেলে জসিম উদ্দীন (৫৫) ও জাবেদ আলী (৫২) এবং জসিম উদ্দীনের ছেলে উজ্জল হোসেন (৪০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আরপি/এসআর-০৯
আপনার মূল্যবান মতামত দিন: