রাজশাহী সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১


রাণীনগরে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২২ ০৪:৫২

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:৩১

ছবি: আটককৃত মাদক ব্যবসায়ী

নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ শামিম হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার নগরব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শামিম হোসেন উপজেলার চকাদিন উত্তর পাড়া গ্রামের আবুল কালাম কাদেরের ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে মঙ্গলবারই আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান, নগর ব্রীজ এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই আব্দুল মমিন এর নেতৃত্বে এএস আই ফিরোজ ও এএস আই আল-আমিন অভিযান চালিয়ে নগর ব্রীজ এলাকা থেকে শামিম হোসেনকে আটক করে।

আটককালে তার নিকট থেকে দুই গ্রাম হেরোইন ও ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এছাড়া শামিমের বিরুদ্ধে আগের আরো তিনটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

 

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top