রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


অসুস্থ মহিষের মাংস বিক্রির দায়ে জরিমানা


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২১ ১০:৩০

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ২১:০২

প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় অসুস্থ মহিষের মাংস বিক্রির দায়ে শাহাদত হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শাহাদাত হোসেন উপজেলার ছোটবেলালদহ গ্রামের মৃত ছবরা মণ্ডলের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাসভবনে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আবু বাক্কার সিদ্দিক ৫ হাজার টাকা জরিমানা করেন।

জানা গেছে, শাহাদাত হোসেনের পালিত মহিষ দীর্ঘদিন থেকে অসুস্থ ছিল। চিকিৎসা করে সুস্থ করতে না পেরে মহিষটি মাংস বিক্রয়ের উদ্দেশ্যে জবাই করেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা করেন।

এ ব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক জানান, মহিষটির পায়ের সমস্যা থাকায় দীর্ঘদিন অসুস্থ ছিল। যার কারণে বাজারে বিক্রি করতে না পেরে বাড়িতে মহিষটি জবাই করেন। এ ব্যাপারে আমরা জানতে পেরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করি এবং অনুমতি না নিয়ে জবাই করার দায়ে মহিষ মালিককে জরিমানা করা হয়েছে। মাংসগুলো খাওয়ার উপযোগী থাকায় জব্দ করা হয়নি।

 

 

 

আরপি/এসআর-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top