আবাসিক হোটেল থেকে দুই ভুয়া ডিজিএফআই আটক

নওগাঁ পত্নীতলার আল মদিনা আবাসিক হোটেল থেকে দুই ভয়া ডিজিএফআইকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
সোমবার রাতে নজিপুর আল মদিনা আবাসিক হোটেলের ৯ নম্বর রুমে ডিজিএফআই পরিচয়ে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার চাকলা গ্রামের মোজাম্মেল হোসেন এর ছেলে নাসির উদ্দিন (২৪) ও তার একই উপজেলার রসুলপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে শাফিউল ইসলাম (২৪) অবস্থান করে।
হোটেলে রুম ভাড়া কম নেবার জন্য জোর করে হোটেল কর্তৃপক্ষকে। এতে রাজি না হলে বিভিন্ন ভয় ভীতি দেখায়। তাদের এমন ব্যবহার সন্দেহজনক হলে হোটেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ডিজিএফআই হিসাবে শনাক্ত করে তাদের আটক করে।
এব্যাপারে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) শামসুল আলম শাহ্ জানান, তথ্য ভিত্তিতে আমরা আল মদিনা হোটেলে গিয়ে তাদের কে ভূয়া ডিজিএফআই হিসাবে শনাক্ত করে আটক করা হয়। বর্তমান মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।
আরপি/এসআর-১০
বিষয়: ডিজিএফআই পত্নীতলা থানা পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: