রাজশাহী শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


রাণীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২১ ০৫:০২

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৩:১৩

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে সীতা রানী (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কাশিমপুর ঋষিপাড়া স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধূ সীতা রানী কাশিমপুর ঋষিপাড়া গ্রামের উজ্জল চন্দ্র প্রামাণিকের স্ত্রী।

রাণীনগর থানার এসআই ওবায়দুল করিম জানান, পারিবারিক কলহের জের ধরে শনিবার সকালে গৃহবধূ সীতা রানী ঘরের তীরের সাথে শাড়ী পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছেন, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, এঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

আরপি/ এসএএইচ-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top