রাজশাহী বৃহঃস্পতিবার, ১০ই অক্টোবর ২০২৪, ২৬শে আশ্বিন ১৪৩১


রাণীনগরে টমটম গাড়ী থেকে পরে স্কুলছাত্রী নিহত


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২১ ০৬:৫৬

আপডেট:
২৩ নভেম্বর ২০২১ ০৭:০৯

ছবি: প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে অটো টমটম গাড়ীতে থেকে পরে সাথী খাতুন (১২) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় স্কুলে যাবার পথে উপজেলার বনমালীকুড়ী হঠাৎ পাড়া এলাকায় এদূর্ঘটনা ঘটে।

নিহত সাথী উপজেলার সরিয়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।

নিহত সাথীর চাচা সাইদুর রহমান বলেন, সকাল সাড়ে ৯টা নাগাদ একটি অটো টমটম গাড়ীতে চড়ে স্কুলে যাচ্ছিল সাথী। পথিমধ্যে বনমালী কুড়ি হঠাৎ পাড়া এলাকায় পৌছালে গাড়ী থেকে পড়ে যায়। এতে গুরুত্বর আহত হলে তাকে সিংড়া হাসপাতালে নেয়ার পথে মারা যায়। সাথী ওই এলাকার কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।

রাণীনগর থানার ওসি মো:শাহিন আকন্দ বলেন, স্কুল ছাত্রী মারা যাবার খবর শুনেছি। কোন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

আরপি/ এমএএইচ-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top