মান্দায় ইটভাটা মালিক সমিতির মতবিনিময় সভা

নওগাঁর মান্দায় ইটভাটা মালিক সমিতির বাৎসরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মেটাল প্লাস আইশার ট্রাক্টরের আয়োজনে বুধবার দুপুরে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মান্দা উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান মকে, উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব শহিদুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুর রহমান ও রনকসহ উপজেলার বিভিন্ন ইটভাটার মালিকেরা উপস্থিত ছিলেন।
এছাড়াও মেটাল প্লাস আইশার ট্রাক্টরের রিজনাল ইনচার্জ ফরিদ হোসেন, এরিয়া ম্যানেজার কামরুজ্জামান, মান্দা এরিয়া ম্যানেজার মোক্তার হোসেন, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ ও সার্ভিসিং ইনচার্জ সোহাগ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-১১
আপনার মূল্যবান মতামত দিন: