মান্দায় নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত বিশেষ সভা

নওগাঁর মান্দায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে সকল নির্বাচনে অংশ গ্রহণকারি প্রার্থীদের নিয়ে আচরণবিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের মুক্তমঞ্চে এই বিষেয় সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ সভায় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক, ভারশোঁ ইউপি রিটার্নিং কর্মকর্তা ও রিসোর্স ইনস্ট্রাক্টর কায়সার হাবিব, ভালাইন ও পরানপুর ইউপির রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ, মান্দা সদর, গনেশপুর ও প্রসাদপুর ইউপির রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন অফিসার আব্দুর রশিদ।
কুসুম্বা ও নূরুল্যাবাদ ইউপির রিটার্নিং ও উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, তেতুলিয়া ও কালিকাপুর ইউপির রিটার্নিং ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, কাঁশোপাড়া ও মৈনম ইউপির বিএমডিএর সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, কসব ও বিষ্ণুপুর ইউপির রিটার্নিং ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম সেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্যু চন্দ্র, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শরীফ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমসহ উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আগত প্রার্থীগণ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক , রিটার্নিং কর্মকর্তাগণ ও অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করতে আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছি। কোন প্রার্থীর নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগত সকল প্রার্থীদেরকে সতর্ক করে আরোও বলেন, আপনারা কাউকে প্রতিপক্ষ না ভেবে প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোট করবেন। কারো কোন অভিযোগ থাকলে তা লিখিত আকারে আমাদেরকে জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবো। ভোটাধিকার প্রয়োগ করতে প্রত্যেকে প্রত্যেককে সহযোগিতা করবেন।
আরপি/ এমএএইচ-১৬
আপনার মূল্যবান মতামত দিন: