মেম্বার প্রার্থীর নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয়ার অভিযোগ
-2021-11-09-16-30-31.jpg)
নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবু বক্কর সিদ্দিকের নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ওয়ার্ডের বোদলা ফেলিগাছ তলার মোরে। এঘটনায় মঙ্গলবার সকালে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রার্থী আবু বক্কর সিদ্দিক জানান, ফুটবল প্রতিক নিয়ে মেম্বার পদে নির্বাচন করছেন। সোমবার সকাল থেকে দিনভর নির্বাচনী প্রচার শেষ করে রাতে যে যার মতো বাড়ীতে চলে যায়। রাতে একটি পক্ষের লোকজন ঈর্ষানিত্ব হয়ে আমার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পুড়ে দেয়।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন, এঘটনায় প্রার্থী সিদ্দিকুর রহমান একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
আরপি/এসআর-০৮
আপনার মূল্যবান মতামত দিন: