রাজশাহী বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


রাণীনগরে আইন-শৃঙ্খলা ও নির্বাচন আচরণ সংক্রান্ত মতবিনিময়


প্রকাশিত:
৮ নভেম্বর ২০২১ ০৭:০৮

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৬:৩৪

ছবি: প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা ও নির্বাচন আচরণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা প্রশাসক মো: হারুন-অর-রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া (বিপিএম) ও জেলা নির্বাচন কর্মকর্তা মো: মাহমুদ হাসান।

এছাড়া রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ,রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত) রেজাউল ইসলাম, রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম, মাহাবুবুর রহমান ও আশিস কুমার ঘোষ,  কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত আসন ও সাধারণ সদস্য পদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

 

আরপি/ এমএএইচ-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top