রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


রাণীনগরে বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ


প্রকাশিত:
৭ নভেম্বর ২০২১ ০৯:০১

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৭:০০

ছবি: বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

নওগাঁর রাণীনগর উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, মশুর, খেশারী, মুগ, চিনা বাদাম, পেঁয়াজ, সূর্যমুখী ও ভুট্টা বীজ এবং ৫০% ভূর্তকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এসব বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমূখ।

কৃষি কর্মকর্তা জানান, এ মৌসুমে উপজেলার ৪ হাজার ৩০ জন কৃষকের এসব বীজ দেয়া হচ্ছে। এছাড়া সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০% ভূর্তকিতে উপজেলার বাহাদুরপুর গ্রামের কৃষক মেহেদী হাসানকে একটি কম্বাইন হারভেস্টার ও বিলপালশা গ্রামের আব্দুর রাজ্জাককে একটি ধান মাড়াই মেশিন দেওয়া হয়।

 

 

আরপি/এসআর-০৮

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top