রাজশাহী শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


সাপাহারে ১০ হাজার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা


প্রকাশিত:
১৪ নভেম্বর ২০১৯ ২১:৫০

আপডেট:
১৪ নভেম্বর ২০১৯ ২১:৫২

ছবি: সংগৃহীত

নওগাঁর সাপাহারে গাছের সঙ্গে শত্রুতা করে ১২ আমচাষীর ৬০ বিঘা জমির প্রায় ১০ হাজার আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে কৃষকদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

জানা গেছে, বুধবার রাতে দুর্বৃত্তরা উপজেলার জামালপুর গ্রামের পশ্চিম-দক্ষিণ পাশে মাঠে রোপিত ১২ আমচাষীর ৬০ বিঘা জমিতে প্রায় ১০ হাজার আমগাছ কেটে ফেলা হয়েছে। সকালে বাগানের মালিকরা বাগান এলাকায় গিয়ে গাছ কাটার দৃশ্য দেখে হতবাক হয়ে যান।

উপজেলার আমচাষীরা ধারণা করছেন, কেটে ফেলা আমগাছগুলো থেকে আগামী আমের মৌসুমে প্রায় ১ কোটি টাকার আম কেনা-বেচা হতো। সেই ক্ষতি সাধনের জন্যই শত্রুরা এ কাজ করেছে। এত বিরাট অঙ্কের ক্ষতিগ্রস্ত বাগান মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন।

সাপাহার থানার ওসি আবদুল হাই বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাতের আঁধারে বাগান থেকে অসংখ্য আমগাছ কেটে ফেলার আমচাষীরা দুশ্চিন্তায় রয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

 

আরপি/এমএইচ


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Top