রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


মহাদেবপুরে উন্নয়ন অব্যাহত রাখতে ফের নৌকা চান ধলু


প্রকাশিত:
৪ নভেম্বর ২০২১ ০৪:৫৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৪৮

মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে আসন্ন নওগাঁর মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফের নৌকার মাঝি হতে চান উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মতিউর রহমানের ছেলে নওগাঁ জেলা আ.লীগের সদস্য মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু।

এর আগে, ২০১৬ সালের ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতীকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর গত পাঁচ বছরে দৃশ্যমান উন্নয়নে বদলে গেছে ইউনিয়নটি। ২৯টি মৌজার প্রায় ৪০টি গ্রামে তাকালে দেখা যায় উন্নয়নের ছোঁয়া।

জানা যায়, ইতিমধ্যে তিনি প্রতিটি ওয়ার্ড পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের সাথে মতবিনিময় করছেন। দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপও শুরু করে দিয়েছেন। শুধু তাই নয়, ভোটারদের কাছে তুলে ধরছেন তার উন্নয়নের ফিরিস্তি। পাশাপাশি ব্যাপক গণসংযোগও করছেন।

জনগণ ও দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টিও নিশ্চিত করছেন।

জানতে চাইলে মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু বলেন, আধুনিক ও আদর্শ ইউনিয়ন গড়তে পরিকল্পিতভাবে উন্নয়ন করে যাচ্ছি। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে দল আমাকে পুনরায় মনোনয়ন দেবেন বলে আশাবাদী।

আর আমাকে মনোনয়ন দিলে নৌকার বিজয় উপহার দেব। দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়ে অবশিষ্ট কাজগুলো সমাপ্ত করবেন বলেও জানান তিনি।

 

আরপি/ এমএএইচ-১৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top