রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


তৃতীয় ধাপের ইউপি নির্বাচন

মান্দায় চেয়ারম্যান পদে ১০১ জন


প্রকাশিত:
৩ নভেম্বর ২০২১ ২১:০৯

আপডেট:
৩ মে ২০২৪ ১৮:৪২

ছবি: প্রতিনিধি

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর মান্দা উপজেলার ১৪ টি ইউনিয়নে মোট ১০১ জন চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৭ জন।

জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আলতাফ হোসেন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলার ২ নং ভালাইন ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জনের মধ্যে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রয়েছেন মোঃ রওশন আলী, ৫ নং গনেশপুর ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ শহিদুল ইসলাম মনোনয়ন জমা দিয়েছেন।

৭ নং প্রসাদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন, এর মধ্যে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ শাহাদৎ রাজীন সাগর, ৯ নং তেঁতুলিয়া ইউনিয়নে ৮ জন প্রার্থীর মাঝে জাতীয় পার্টির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন মোঃ ইমরান আলী , ১০ নং নুরুল্লাবাদ ইউনিয়নে ৯ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি থেকে প্রতিদ্বন্দ্বীতায় অংশগ্রহনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন মোঃ রফিকুল ইসলাম,১৩ নং কসব ইউনিয়নে চেয়ারম্যান পদে পার্থী ১১ জন, পূর্ব মান্দার এই ইউনিয়নে জাতীয় পার্টির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন মোঃ আবদুল মান্নান সরদার।

এছাড়া ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নে অংশ নিয়েছেন ৭ জন, এতে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রয়েছেন মোঃ মান্নান শাহানা।

আরও রয়েছে ১ নং ভারশোঁ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, ৩ নং পরানপুর ইউনিয়নে ৫ জন ৪ নং মান্দা ইউনিয়নে ৮ জন,, ৬ নং মৈনম ইউনিয়নে ১১ জন, ৮ নং কুসুম্বা ইউনিয়নে ৪ জন, ১১ নং কালিকাপুর ইউনিয়নে ৬ জন এবং ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

 

আরপি/ এমএএইচ-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top