রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


রাণীনগরের আট ইউনিয়ন পরিষদ নির্বাচন

আট ইউনিয়নের ভোটের মাঠে ৪০২ প্রার্থী


প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২১ ০৭:৫৮

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৩:০৯

ফাইল ছবি

নওগাঁর রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার নির্বাচন ও রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিক বরাদ্দ দেয়া হয়। প্রতিক পেয়ে ভোটের জন্য মাঠে নেমেছেন চেয়ারম্যান পদে ৪৮ জনসহ মোট ৪০২ জন প্রার্থী।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, কালীগ্রাম ইউনিয়নে আ’লীগ মনোনিত প্রার্থী সুবাস চন্দ্র (নৌকা), জাতীয় পার্টির আয়েত আলী (লাঙ্গল), ইসলামি আন্দোলন বাংলাদেশ পার্টির আব্দুল ওয়াহেদ (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওহাব চাঁন (ঘোড়া), গোলাম মোস্তাফিজুর (মোটরসাইকেল) ও আহম্মেদ মহিউল চৌধুরী (আনারস) প্রতিক পেয়েছেন।

একডালা ইউনিয়নে আ’লীগ মনোনিত প্রার্থী শাহজাহান আলী (নৌকা), ইসলামি আন্দোলন বাংলাদেশ পার্টির আতাউর রহমান (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মো: রুহুল আমিন (মোটরসাইকেল), আজিজুর রহমান (আনারস) ও মজিবর রহমান (টেবিল ফ্যান) প্রতিক পেয়েছেন।

পারইল ইউনিয়নে আ’লীগ মনোনিত প্রার্থী নুরে আলম সিদ্দিকী দুলাল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান (মোটরসাইকেল), জাহিদুর রহমান (ঘোড়া), সুজিত চন্দ্র সাহা (অটোরিক্সা), আমিনুল হক (চশমা) ও গৌতম কুমার (আনারস) প্রতিক পেয়েছেন।

বড়গাছা ইউনিয়নে আ’লীগ মনোনিত প্রার্থী আব্দুল মতিন মাস্টার (নৌকা), ইসলামি আন্দোলন বাংলাদেশ পার্টির মাহাবুর রহমান (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মোহসিন মল্লিক (মোটরসাইকেল) ও রাজু প্রামানিক (আনারস) প্রতিক পেয়েছেন।

খট্রেম্বর ইউনিয়নে আ’লীগ মনোনিত প্রার্থী চন্দনা সারমিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ফরহাদ মন্ডল (মোটরসাইকেল) ও নজমুল হক (আনারস) প্রতিক পেয়েছেন।

কাশিমপুর ইউনিয়নে আ’লীগ মনোনিত প্রার্থী আলমগীর হোসেন (নৌকা), ইসলামি আন্দোলন বাংলাদেশ পার্টির আব্দুল আজিজ শেখ (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল গফুর (অটোরিক্সা), মকলেছুর রহমান বাবু (আনারস), শেখ শাহিনুর ইসলাম(ঘোড়া), বেদারুল ইসলাম (চশমা) ও আব্দুল মান্নান (মোটরসাইকেল) প্রতিক পেয়েছেন।

গোনা ইউনিয়নে আ’লীগ মনোনিত প্রার্থী আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির সেলিম আক্তার টিটু (লাঙ্গল), ইসলামি আন্দোলন বাংলাদেশ পার্টির আব্দুল মালেক (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল আরিফ রাঙ্গা (ঘোড়া), হাসান আলী (অটোরিক্সা), মশিউর আলম (টেলিফোন), আব্দুল কুদ্দুছ শেখ (মোটরসাইকেল), দেলোয়ার হোসেন (রজনী গন্ধা), জিয়াউর রহমান (আনারস) ও আবু শায়েম (টেলিফোন) প্রতিক পেয়েছেন।

মিরাট ইউনিয়নে আ’লীগ মনোনিত প্রার্থী জিয়াউর রহমান (নৌকা), ইসলামি আন্দোলন বাংলাদেশ পার্টির জাহাঙ্গীর আলম (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম (মোটরসাইকেল), মোফাজ্জল হোসেন (চশমা), ফখরুল হাসান (ঘোড়া), ইয়াকুব আলী (অটোরিক্সা) ও ছামছুর রহমান (আনারস) প্রতিক পেয়েছেন। এছাড়াও ৮টি ইউনিয়নে সংরক্ষিত আসনে ৮৮ জন ও সাধারণ সদস্য পদে ২৬৬ জন প্রার্থী প্রতিক পেয়েছেন।

নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, আগামী ১১ নভেম্বর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। তবে ৮ টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র কাশিমপুর ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

 

আরপি/এসআর-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top