রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


রাণীনগরে চেয়ারম্যান পদে ৬ জনসহ ২৫ জনের প্রার্থীতা প্রত্যাহার


প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২১ ০৯:১২

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৬:০৭

ফাইল ছবি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর রাণীনগর উপজেলার ৮ ইউনিয়নে দাখিলকৃত মনোনয়নের মধ্যে ২৫ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যার করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত আসনে ১ জন ও সাধারণ সদস্য পদে ১৮ জনরয়েছেন।

প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত আবেদনের মাধ্যমে এসব প্রার্থীতা প্রত্যাহার করেন। এর আগে ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৫৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন এবং যাচাই-বাছাইয়ে ৫৪ জন প্রার্থীকেই বৈধ ঘোষনা করা হয়।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, কালীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৬ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

একডালা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ আকন্দ, মোস্তাফিজুর রহমান বাবু ও শাহিনুর মন্ডল শাহিন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ২ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

পারইল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ইসাহাক আলী প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ১ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

বড়গাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে দাখিলকৃত ৪ জন প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। এছাড়া সাধারণ সদস্য পদে ৩ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

খট্রেম্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে দাখিলকৃত ৪ জন প্রার্থীর মধ্যে শুধুমাত্র ইসলামি আন্দোলন বাংলাদেশ পার্টির হাবিবুল্লা টুটুল প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এছাড়া সংরক্ষিত আসনে ১ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

কাশিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দাখিলকৃত ৭ প্রার্থীর কেউ প্রার্থীতা প্রত্যাহার করেননি। এছাড়া সাধারণ সদস্য পদে ৩ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

গোনা ইউনিয়নে চেয়ারম্যান পদে দাখিলকৃত ১০ প্রার্থীর কেউ প্রত্যাহার করেননি। তবে সাধারণ সদস্য পদে ১ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

মিরাট ইউনিয়নে চেয়ারম্যান পদে দাখিলকৃত ৭ প্রার্থীর কেউ প্রার্থীতা প্রত্যাহার করেননি। সাধারণ সদস্য পদে ২ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, বুধবার প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হবে এবং আগামী ১১ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

 

 

আরপি/এসআর-১৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top