রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


ধামইরহাটে র‌্যাবের হাতে গাঁজাসহ যুবক আটক


প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২১ ০২:২৯

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৪:২১

ছবি: আটককৃত যুবক

নওগাঁর ধামইরহাটে ২কেজি ৮শত গ্রাম গাঁজাসহ শাকিল হাসান (১৯) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাহাপুর নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামি বৈদ্যবাটি এলাকার মো. আব্দুল হামিদের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে ঘটনার দিন সন্ধায় সাহাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামি শাকিলকে ২কেজি ৮শত গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সে দীর্ঘদিন নেশা জাতীয় মাদক দ্রব্য এলাকাসহ বিভিন্ন জেলা-উপজেলায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করতেন বলে স্বীকার করেন। পরে আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া শেষে কারাগারে প্রেরণ করা হয়।

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top