পত্নীতলায় উপায় মেগা ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ
-2021-10-25-15-16-00.jpg)
নওগাঁর পত্নীতলায় উপায় মোবাইল ব্যাংকিং এর মেগা ক্যাম্পেইনের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) নজিপুর সদরে উপায় ডিস্ট্রিবিউশন হাউজ সিগমা এন্ট্রার প্রাইজ এর আওতাধীন এরিয়ার এজেন্টদের মধ্যে উপায় মেগা ক্যাম্পেইনের পুরষ্কার বিতরণ করা হয়।
এ সময় মেগা ক্যাম্পেইন এর প্রথম পুরষ্কার মোটরসাইকেল বিজয়ী মধইল বাজারের সামিয়া কম্পিউটার এর স্বতাধিকারকে প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজওনাল ম্যানেজার মোঃ নুরুজ্জামান হোসেন তুহিন, এরিয়া ম্যানেজার খালেদুর রহমান, সিগমা এন্টার প্রাইজের স্বতাধিকার হেদায়েত উল্লাহ, নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটি সাধারণ সম্পাদক এজেড মিজান, বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী কামাল হোসেন।
আরপি/এসআর-১৫
আপনার মূল্যবান মতামত দিন: