রাণীনগরে স্বতন্ত্র প্রার্থী বেদারুল ইসলামের মনোনয়ন জমা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বেদারুল ইসলাম। বুধবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা শেষে স্বতন্ত্র প্রার্থী বেদারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি দীর্ঘদিন থেকেই আমার ইউনিয়নবাসীর সুখে-দুখে পাশে আছি। মহামারী করোনার সময় কাশিমপুর ইউনিয়নের গরীব অসহায়, দরিদ্র মানুষদের খাদ্য সহায়তা দেওয়াসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়ে স্বাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেছি। আমি মনে করি অত্র ইউনিয়নের জনগণ আমাকে ভাল বেসে বিপুল ভোটে বিজয়ী করবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ী হবো ইনশাল্লাহ।
আরপি/এসআর-১২
আপনার মূল্যবান মতামত দিন: