ধামইরহাটে যুবকের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাটে নিজ বাড়ি থেকে এনামুল হক (৩৫) নামের এক যুবকের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাখরপুর নামক এলাকা থেকে ধামইরহাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত এনামুল হক পার্শ্ববতী সাপাহার উপজেলার করল রাঙাপাড়া নামক গ্রামের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, একদশক আগে উপজেলার বাখরপুর এলাকার মৃত আফাজ উদ্দিনের মেয়ে মোসাঃ সুরাইয়া বেগমের সাথে এনামুল হকের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির পাশে জায়গা কিনে সেখানে তারা বসবাস করত। ঘটনার দিন স্ত্রীর সাথে সামান্য বিষয় নিয়ে মনোমালিন্য তৈরী হলে সকলের দৃষ্টির আড়ালে নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এনামুল হক। পরে খবর পেয়ে পুলিশ গলায় রশি লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা জানান, লাশের সূরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ পোস্টমর্টেম রিপোর্ট এর জন্য নওগাঁ প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আরপি/এসআর-০৭
বিষয়: ধামইরহাট মরদেহ উদ্ধার
আপনার মূল্যবান মতামত দিন: